পাঁচবিবির নিকড়দীঘি স্কুলে বেড়াই ক্ষেত খায়

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

পাঁচবিবির নিকড়দীঘি স্কুলে বেড়াই ক্ষেত খায়

আল-কারিয়া চৌধুরী, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সকল বিদ্যালয়ের পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বৃত্তি (ষ্টাইপেন্ডের) টাকা পেলেও নিকড়দিঘী নান্দুলা উচ্চ বিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থী পায়নি এমন অভিযোগ পাওয়া যায়। রাজশাহী শিক্ষা বোর্ডের (হিঃ ও নিঃ) শাখার উপ-পরিচালক বাদশা হোসেন ও প্রধান অফিস সহকারি বুলবুল বলেন, শুধু নিকড়দির্ঘী স্কুল নয় গত ২৯ অক্টোবর এ বোর্ডের অধিনের সকল প্রতিষ্ঠানের বৃত্তির টাকা প্রেররণ করা হয়েছে যার রেজি নং-১৩২ ও স্বারক নং-২৮৭। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কবির উদ্দিন বলেন, যথা সময়েই শিক্ষার্থীদের বৃত্তির বিল সীট বোর্ডে জমা দেওয়া হয়েছিল সীট হারিয়ে যায়। নতুন করে সীট আবার জমা দেই কিন্ত বোর্ডের চেয়ারম্যান ছুটিতে থাকায় স্বাক্ষর না হওয়ায় এখনও বৃত্তির টাকা পাইনি সুতরাং বিতরণ করা যায়নি। অপরদিকে উপজেলার একাধিক স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানাযায় তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তির টাকা ১ মাস আগে তাঁরা পেয়েছে এবং যথাসময়ে বিতরন করেছেন। কিন্ত স্থানীয় নিকড়দিঘী পোষ্ট অফিস থেকে বিলিকৃত ফরমে দেখাযায়, শিক্ষাবোর্ডের প্রেরিত (রেজিনং-১৩২) ওই ডকোম্যানটি স্কুলের সহকারি শিক্ষক মিজান ৩১ অক্টোবর স্বাক্ষর করে সেটি গ্রহন করেন। প্রধান শিক্ষক কবির উদ্দিনের স্বাক্ষরকৃত বৃত্তির বিল সীটে দেখা যায়, ৫ম ও ৮ম শ্রেণীর বৃত্তি প্রাপ্ত মোট ৯ জন শিক্ষার্থী রয়েছে। প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ২২৫ টাকা পাবে সেঅনুযায়ে ৯ জন বছরে পাবে ২৪ হাজার নয়’শ সত্তর টাকা। ৯ম শ্রেণীতে অধ্যায়নরত নিকড়দিঘী গ্রামের গরীব কৃষক শহিদুল ইসলামের ৫ম ও ৮ম শ্রেণীতে সাধারন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সাহিদা খাতুন বলে, ৫ম শ্রেণীর বৃত্তির টাকা ৩ বার পেলেও ৮ম শ্রেণীর বৃত্তির টাকা এখনও পাইনি। নন্দীগ্রামের কলেজ শিক্ষকের ছেলে আবু জারিফ মন্ডল বলে, ৬ষ্ঠ শ্রেণীতে একবার বৃত্তির টাকা পেলেও ৭ম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়েছি এখনও কোন টাকা পাইনি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাদিম সারওয়ার বলেন, উপজেলার অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যথাসময়ে পেলেও নিকড়দির্ঘী নান্দুলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও কেন বৃত্তির টাকা পেলনা বিষয়টা খতিয়ে দেখা হবে এবং পরর্বতীতে প্রয়োজণীয় ব্যবস্থা নেওয়া হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest