সাদিক আবদুল্লাহ বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মেহেন্দিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২১

সাদিক আবদুল্লাহ বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মেহেন্দিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মোঃ তাজেম আলী মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মেহেন্দিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার সকাল ১০টায় পাতারহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন মাঠে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেণ মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহম্মেদ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, বরিশাল জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা শহীদ খান, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ইদ্রিস আলী বেপারী, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল জব্বার কানন, চরএককরিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মকিম তালুকদার, পৌর কাউন্সিলর নুরুল হক জমদ্দার, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও কাউন্সিলর শোয়েব হোসেন সোহরাব, পৌর আ’লীগ নেতা কাউন্সিলর সাইদুর রহমান মনির, উপজেলা যুবলীগের সভাপতি পারভেজ চাঁন, সাধারন সম্পাদক এইচ.এম রকিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক ও কাউন্সিল আব্দুল মোতালেব জাহাঙ্গীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিরব হোসেন বেপারী, উলানিয়া ইউনিয়ন উওর আ’লীগ নেতা মিজান মোল্লা,

উলানিয়া দক্ষিণ ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী আব্দুল হালিম (মিলন) চৌধুরী, , ৯নং জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার, চরএককরিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বেল্লাল মাহামুদ, ১৪নং শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহামুদ বেপারী, ১০নং আলীমাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ইয়াছিন দুলাল, সদর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য সরদার আরিফ হোসেন,দড়িরচর খাজুরিয়া ইউপি সাবেক চেয়ারম্যান আঃ কাদের বয়াতি, সদস্য ও যুবলীগ নেতা মোশারফ হোসেন, খাজুরিয়া ইউনিয়ন উপজেলা যুবলীগ নেতা খান মোহাম্মদ রিয়াদ, পৌর ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন রনি, সাধারন সম্পাদক সুমন হোসেন, ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রিমন প্রমুখ। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে আওয়ামীলীগ সভাপতি/সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেণ। সভায় বক্তারা, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যায় মামলা প্রত্যাহারের দাবী জানান এবং গত ১৮ই আগষ্ঠ সংঘর্ষের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। প্রতিবাদ সভা শেষে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পাতারহাট বন্ধরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেণ। পরে মেহেন্দিগঞ্জ আওয়ামীলীগের একটি প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রদান করেন।


মুজিব বর্ষ

Pin It on Pinterest