ঢাকা ৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১
আনারকলি কৌর হোনিয়ার। আফগানিস্তান পার্লামেন্টের সদস্য ছিলেন। কিন্তু তালেবানের দখলদারির পর সে দেশ ছেড়ে ভারতে চলে এসেছেন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, আফগান শিখ এবং হিন্দুদের আফগানিস্তান থেকে উদ্ধারের জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছেন তিনি। বলেছেন, তালেবান যা বলে এবং যা করে, তার মধ্যে বিস্তর ফারাক। খবর-আনন্দবাজার পত্রিকা।
একজন জনপ্রতিনিধি হয়েও কেন আফগানিস্তান ছাড়লেন? এই প্রশ্নে আনারকলির বলেন, ‘সারা বিশ্ব জানে কী ঘটছে আফগানিস্তানে। সেখানকার পরিস্থিতি খুব দ্রুত বদলে গিয়েছে। যা আশা করা যায়নি। সকলে অসহায়, ভয়ে আছে। দেশ আমাদের মা। তাকে ছেড়েই আসতে হয়েছে। অন্য কোনও উপায় ছিল না।’
সাংসদ আনারকলি ভারতে এলেও প্রচুর শিখ পরিবার গুরদ্বারে আশ্রয় নিয়েছেন। তাঁদের জন্য কিছু করতে না পারলেও চিন্তিত তিনি। তাই ভারত সরকারের কাছে তিনি অনুরোধ করেছেন আফগানিস্তানে আটকে পড়া হিন্দু এবং শিখ ধর্মাবলম্বীদের উদ্ধার করে ভারতে ফিরিয়ে আনার জন্য। কারণ তালেবানকে বিশ্বাস করা যায় না বলেই মত তাঁর। এ ব্যাপারে আনারকলি বলেছেন, ‘তালেবান যা বলে আর যা করে, তার মধ্য অনেক ফারাক রয়েছে। মানবাধিকার এবং মহিলাদের অধিকার সেখানে লঙ্ঘিত হচ্ছে।’
গত ২০ বছরে আফগানিস্তানের যতটা উন্নতি হয়েছিল তা ব্যাহত হবে বলে মনে করেন তিনি। তাঁর মতে, তালেবানের শাসনের জেরে ১০০ বছর পিছিয়ে যাবে আফগানিস্তান। তবে পরিস্থিতি বদলানোর আশা রাখছেন তিনি। পরিস্থিতি বদলালে দেশে ফিরতে পারবেন বলে আশা করছেন আনারকলি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST