ঢাকা ২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৫
আবদুল্লাহ আল মামুন, দুবাই প্রতিনিধি # সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের শিল্প এলাকা ১০-এ আজ শুক্রবার (১ আগস্ট) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা খালিজ টাইমসকে জানিয়েছেন, জুমার নামাজের আগ মুহূর্তেই তারা আকাশে ঘন ধোঁয়া উঠতে দেখেন।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, আজ শুক্রবার, সকালে আমাদের কাজ থাকে না। বিকেল ৪টার পর কাজ শুরু হয়। আমরা সবাই ঘরে ছিলাম। কিন্তু ঠিক দুপুর ১২টার দিকে যখন জুমার নামাজের জন্য বাইরে বের হই, তখন দেখি আকাশে ঘন ধোঁয়া উঠছে। আগুনটি অনেক বড় মনে হচ্ছিল।
আরেকজন জানান, তিনি শিল্প এলাকা ৬ দিয়ে যাওয়ার সময় একাধিক দমকল ইঞ্জিনকে ১০ নম্বর শিল্প এলাকার দিকে যেতে দেখেছেন।
আমি তখন মসজিদের দিকে যাচ্ছিলাম, কিছুই বুঝতে পারিনি। তবে নামাজ শেষে শুনি, আগুন লেগেছে। এখনও কেউ নিশ্চিত করে বলতে পারছে না ঠিক কোন কারখানা বা গুদামে আগুন লেগেছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দূর থেকে ধোঁয়া স্পষ্ট দেখা যাচ্ছিল। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST