তেঁতুলিয়ায় ৩৮ কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদ প্রদান

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫

তেঁতুলিয়ায় ৩৮ কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদ প্রদান

 

 

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের তেঁতুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের (পিবিজিএসআই)স্কিম এসইডিপি’র আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩১জুলাই)উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার (ভার) খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী ৩৮জন সেরা শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।

 

উপজেলা নিবার্হী অফিসার আফরোজ শাহীন খসরু’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী।শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমি সুপারভাইজার আটোয়ারি রেজাউল নবী রাজা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ভিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ,ভজনপুর ডিগ্রি কলেজে অধ্যক্ষ শিপন মো. হাবিবুর রহমান, মাঝিপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ মোজাহারুল হক, আজিজনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ মিয়া।

এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে জহিরুল ইসলাম, অভিভাবকদের মধ্যে তরিকুল ইসলাম বক্তব্য রাখেন।

 

২০২২-২৩ শিক্ষাবর্ষে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় সবোর্চ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৩৮ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

 

এছাড়া এসএসসি ও সমমান নির্বাচিত শিক্ষার্থীদের প্রত্যেকে ১০ হাজার এবং উচ্চ মাধ্যমিক ও সমমানের নির্বাচিত শিক্ষার্থীকে ২৫ হাজার করে টাকা অগ্রণী ব্যাংক লি.শালবাহান হাট শাখায় নিজনিজ হিসেবে পুরস্কারে অর্থ প্রদান করেন পিবিজিএসআই স্কিম এসইডিপি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest