বৃষ্টির পূর্বাভাসে নতুন করে যা জানা গেল

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২১

বৃষ্টির পূর্বাভাসে নতুন করে যা জানা গেল

পুরো উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থানে গেল সপ্তাহে টানা বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলেও জানা যায়।

গতকাল রোববার (২৯ আগস্ট) থেকে আজ সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী দুদিনে আবহাওয়ার অবস্থা উল্লেখযোগ্য পরিবর্তন নেই। পরের পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। খবর বাসসের।

পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে একই এলাকায় বস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।


মুজিব বর্ষ

Pin It on Pinterest