ঢাকা ১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২১
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় সাবলেট থাকা দুই বান্ধবীকে খিচুড়ির সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দেলোয়ার হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ আগস্ট) দুপুরে এক তরুণী থানায় অভিযোগ দেয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রংপুর জেলার কাউনিয়া থানার বলব বিশু গ্রামের মো. ফজলুল হকের ছেলে।
পুলিশ জানায়, ফতুল্লার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের একটি বাড়িতে স্ত্রীকে নিয়ে দেলোয়ার এক রুমে ও অন্যরুমে দুই বান্ধবী সাবলেট থাকতেন। তাদের ফ্ল্যাটে রান্না করার ঘর একটি। প্রায় ৭ দিন আগে দেলোয়ারের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া করে বাবার বাড়ি চলে যান। এরপর থেকে তিনি একা বাসায় থাকতেন। এদিকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত এগারোটার দিকে দুই বান্ধবী কাজ শেষে গার্মেন্টস থেকে ফিরে ঘরে থাকা রান্না করা খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েন। ওই খিচুড়িতে আগেই দেলোয়ার নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে রেখেছিলেন। পরে দেলোয়ার তাদের ২ জনকে পর্যায়ক্রমে ধর্ষণ করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ভুক্তভোগী দুই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST