৯৯৯-এ ফোন, ধর্ষক ধরিয়ে দিলেন যুবতী

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২১

৯৯৯-এ ফোন, ধর্ষক ধরিয়ে দিলেন যুবতী

এক যুবতী ৯৯৯-এ ফোন দিয়ে নিজের ধর্ষক শেখ সোহেল রানা (৩৯) কে পুলিশে ধরিয়ে দিলেন। ঘটনাটি রবিবার রাত ১টার দিকের। এঘটনায় ধর্ষক সোহেল রানার বিরুদ্ধে সোমবার সকালে থানায় ধর্ষন মামলা রজু হয়েছে। সকালেই ধর্ষককে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের। শেখ সোহেল রানা ঐ গ্রামের মজর আলীর ছেলে।

নবাবগঞ্জ থানার এএসআই সোহরাব হোসেন জানান, রবিবার রাতে এক যুবতী ৯৯৯-এ ফোন দিয়ে অভিযোগ করেন, তার এক নিকট আত্মীয় সোহেল রানা তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। সে এর প্রতিকার চান। সংবাদ পেয়ে রাত ১টার দিকে এএসআই সোহরাব হোসেন সহ সঙ্গীয় ফোর্স সোহেল রানার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।

এঘটনায় সোমবার সকালে এঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে থানায় ধর্ষন মামলা দায়ের করেছেন। শেখ সোহেল রানাকে সোমবার সকালেই ঢাকার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিমকে ডাক্তারী পরিক্ষাসহ আদালতে জবান বন্দির জন্য পাঠানো হয়েছে বলে জানান এএসআই সোহরাব হোসেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest