ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৯
দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥
বুধবার দিনাজপুরের কাহারোলের ঐতিহাসিক স্থাপত্য কান্তজীউ মন্দির পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি কান্তজীউ মন্দিরে পৌছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মনোরঞ্জন শীল গোপাল এমপি। পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি কান্তজীউ মন্দিরে শুভাগমন সংবর্ধনা প্রদান করেন কাহারোল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় তাঁর সাথে ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. নাজমানারা খাতুন, কাহারোল উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান বৃষ্টি আক্তার, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম।
এর আগে কান্তজীউ মন্দিরে মন্দির প্রবেশ সড়ক দ্বীপে সাঁওতাল বিদ্রোহ ও তেভাগা আন্দলোনের বিপ্লবীদের স্মরণে স্মারক ভাস্কর্য তেভাগা চত্বর পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST