ঢাকা ২৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০
নলছিটি প্রতিনিধি ঝালকাঠির নলছিটি পৌরসভার কান্ডপাশা এলাকায় একটি গ্যারেজে গতরাতে অতিরিক্ত চার্জে বিস্ফোরণে আগুন লেগে ভূস্মিভূত হয়েছে ২০টি অটোরিকশা ও একটি মোটরসাইকেল। এসময় গ্যারজের পাহারাদার লিমন জোমাদ্দার ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়েছে । ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, কান্ডপাশা এলাকায় স্থানীয় মাসুদ খানের একটি গ্যারেজে ২০টি অটোরিকশা চার্জে রাখা ছিলো। রাত ১১টার দিকে অতিরিক্ত চার্জের কারণে মাত্রাতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে সর্বত্র আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা¯’লে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় গ্যারেজের ভেতরে থাকা অটোরিকশা ও একটি মোটরসাইকেল। এসময় ঘুমের মধ্যে গ্যারেজের পাহারাদার লিমন জোমাদ্দার অগ্নিদগ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বুধবার সকালে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালের র্বান ইউনিটে পাঠানো হয়েছে। নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গ্যারেজটিতে অটোরিকশার ব্যাটারি, গ্যাস সিলিন্ডার ও এসিড ছিলো। অতিরিক্ত চার্জের কারণে বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST