ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর দুমকিতে সুমি আক্তার(১৫)নামে এক মাদ্রাসা পড়–য়া ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতমঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় পুলিশ সুমি আক্তারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ বুধবার সকালে নিহতের লাশ পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সুমি আক্তার উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের শহিদ সরদারের মেয়ে এবং মৌকরণ দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী। তবে কি কারণে আত্মহত্যা করেছে তার সঠিক তথ্য জানা যায়নি। এ বিষয়ে দুমকি থানা (ওসি) তদন্ত মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানতে পারিনি। তবে প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে। এ ঘটনায় দুমকি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST