ঢাকা ৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০
মোঃ হাসিম উদ্দিন, নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে লুন্ঠিত মালামাল সহ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ । আটকৃতরা হলো উপজেলার কড়াইবাড়ী(সৈয়দপুর) গ্রামের রোস্তম আলীর ছেলে মোতালেব হোসেন(২৩), কবুলীপাড়া গ্রামের আঃ মোমিনের ছেলে সোহেল রানা(২০) একই গ্রামের সামছুল আলমের ছেলে সোহেল রানা(১৯)। থানা সুত্রে জানা গেছে,২৫ ডিসেম্বর রাতে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী রাজ এন্টারপ্রাইজ নামক নাইট কোচে ঢাকা হতে যাত্রী বেশে ৮/১০জনের ডাকাত দল উঠে এবং গোবিন্দগঞ্জ থানার কাটাবাড়ী মোড়ে এসে পৌঁছলে ঐ বাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের বিভিন্ন মালামাল লুন্ঠন করে নবাবগঞ্জ উপজেলার মতিহারা বাজারের পশ্চিমপাশে নির্মানাধীন ব্রীজের পাশে কোচ থামিয়ে ডাকাত দল নেমে যায়। এ বিষয়ে গত ২৬ ডিসেম্বর থানায় ঐ বাসের চালক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা নং- ২০। ঐ মামলায় থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে উপজেলার বিভিন্ন স্থান থেকে শুক্রবার (৩ জানুয়ারী) রাতে ডাকাত দলের ৩ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত ৫টি এন্ড্রোয়েড ফোন পুলিশ উদ্ধার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি(তদন্ত) মোঃ সামছুল আলম জানান- গ্রেফতারকৃদের আদালতে প্রেরন করা হয়েছে এবং তারা আদালতে তাদের দোষ স্বীকার করেছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST