ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাগমারায় ডিজিটাল প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫। আটককৃতরা হলেন, বাগমারা থানার জয়পুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ইয়াসিন আলী (৩৫) ও পঞ্চগড় জেলার ডন্ডপাল গ্রামের বাদশা মিয়ার ছেলে মোজাফফর ওরফে রনি (২৭)। রাজশাহীর বাগমারা ও রাজধানী ঢাকার হাতিরঝিল শাহ নুরী মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল কর্তৃক ৬ জানুয়ারী বিকেলে বাগমারা থানাধীন পানিয়া নরদাশ ডিগ্রী কলেজ এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিন আলীকে ও একই দিন রাত সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন শাহ্-নূরী মাজার এলাকায় অভিযান চালিয়ে মোজাফ্ফর হোসেন ওরফে রনিকে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বাগমারা থানায় মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST