রাজশাহীতে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

রাজশাহীতে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : মুজিববর্ষ উপলক্ষে বর্ণিল আয়োজনে রাজশাহীতে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকেলে লালনশাহ মঞ্চে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, এ বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বর্ণিল আয়োজনে দেশব্যাপী উদ্যাপিত হবে। সারাদেশের ন্যায় রাজশাহীতেও আড়ম্বরভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুজিববর্ষ উদ্যাপিত হবে। মুজিববর্ষ উপলক্ষে মানসম্মত স্কুল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্ট চলাকালে আগামী ১০ জানুয়ারি নগর ভবন ও সাহেব বাজার বড় মসজিদ চত্বরে মুজিববর্ষের ক্ষণগণনার দুইটি যন্ত্র উদ্বোধন হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে আমি টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দসহ সকল তরুণদের অংশগ্রহণের আহŸান জানাই। কারণ তরুণদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন কমিটির আহŸায়ক জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ হামিদুল হক। আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া জোনের ডিসি সাজিদ হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক, ওয়ালটন গ্রæপ এর এক্সিকিউটিভ ডিরেক্টর (ক্রিকেটিভ এ্যান্ড পাবলিকেশন) উদয় হাকিম। নিজ নিজ সার্জি গায়ে ৩১টি দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর অতিথি ও খেলোয়াড়বৃন্দের অংশগ্রহণের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। উল্লেখ্য, বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকাসহ জেলার মোট ৩২টি স্কুল অংশগ্রহণ করছে। টি-২০ ফরমেটে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে কাল (বৃহস্পতিবার) থেকে শুরু হবে। শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest