ঢাকা ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০
খাদেমুল মোরসালিন শাকীর, রংপুর ব্যুরো: নীলফামারীর ডিমলায় জাতীয় শিশু পুরুস্কার প্রতিযোগিতায় সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮-জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে বিদ্যালয় হতে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় শিশু পুরুস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রায় ৩’শতাধিক বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাসের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাজ্জাদূর জামান, ফিরোজ আলম, আফজালুল হক, রাশেদুজ্জামান, বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আজিজুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষার্থীর অভিভাবক বৃন্দ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST