রংপুর রবার্টসনগঞ্জে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরের কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জুন ২২, ২০২২

রংপুর রবার্টসনগঞ্জে হাইপারটেনশন  এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরের কর্মশালা অনুষ্ঠিত

রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। —

রংপুর রবার্টসনগঞ্জের শিশু কানন শিক্ষা নিকেতনের আয়োজনে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন এর ব্যবস্থাপনায় গত ২১ জুন অধ্যক্ষ উম্মে সালমার সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর পাবলিক রিলেশন অফিসার বিশিষ্ট লেখক সংগঠন সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক ও শিক্ষকবৃন্দ যথাক্রমে ফারজানা ববি,সপ্তমী রাণী,মমতাজ আক্তার, সুফিয়া আজাদ,কলি রাণী, ওরিন আক্তার, লাইলুন নাহার,শারমিন সুলতানা, আফরোজা বেগম,জাহেদা বেগম, শোভা পারভীন, ঝিনুক, হালিমা খাতুন, জান্নাতুল ফেরদৌসী,সনিয়া তাবাসসুম, শিউলি আক্তার, ইতি আক্তার, লাকি আক্তার, তাছলিমা খাতুন, রাশিদুল হক, শান্ত বেগম, হাসনা বানু, রুনি আক্তার, বাবলি বেগম, আজিজা বেগম, গিতা রাণী, ঘুমাইয়া আক্তার প্রমুখ।
উল্লেখ্য হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর দীর্ঘ দিন থেকে এরকমভাবে স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পেইন উঠানবৈঠক কর্মশালা নিয়মিত করে আসছে এ পর্যন্ত ২৯৬ টি উঠানবৈঠক ও জনসচেতনতা মুলক সেমিনার ৫৬টি করা হয়েছে।
হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ এর রোগিরা ৫০ টাকা রেজিষ্ট্রেশন করে পরবর্তিতে আজীবন ৪০ টাকার বিনিময়ে নিয়মিত চিকিৎসা সেবা নিতে পারবেন এবং হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন বিগত ১৩ বছর ধরে নিবন্ধিত রোগিদেরকে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest