ইবি ছাত্রীক ছুরিকাঘাত করে ব্যাগ ছিনতাই

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০

ইবি ছাত্রীক ছুরিকাঘাত করে ব্যাগ ছিনতাই

ফারহানা নওশিন তিতলী,ইবি প্রতিনিধিঃইসলামী বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের জান্নাতুল ফেরদৌস ইরা নামক এক শিক্ষার্থী ছিনতাই কারীর কবলে পড়ে তার একটি ব্যাগ ছিনতাই সহ আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(৯ জানুয়ারী)সন্ধ্যার দিকে কুষ্টিয়া শহরের টালীপাড়া এলাকায় সন্ধ্যায় বাজার করে ফেরার পথে একটি গলিতে দাড়িয়ে থাকা অবস্থায় ছুরিকাঘাত করে তার ব্যাগ নিয়ে পালিয়ে যায় এক মোটরসাইকেল আরোহী।এসময় ছুরিকাঘাতে তার হাতের একটি অঙ্গুল কেটে যায়। ব্যাগে মোবাইল ফোন, আইডি কার্ড, টাকা-পয়সা ইত্যাদি ছিল। খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধার এবং ছিনতাইকারী ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপর রয়েছে বলে জানা গেছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest