মির্জাগঞ্জে আওয়ামীলীগ ও ছাত্রলীগের উদ্যোগে পৃথকভাবে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০

মির্জাগঞ্জে আওয়ামীলীগ ও ছাত্রলীগের উদ্যোগে  পৃথকভাবে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

কামরুজ্জামান বাঁধন, বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের উদ্যোগে পৃথকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে তিন রাস্তার মোড় নামক স্থানে এক পথসভায় মিলিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ জসিম উদ্দিন সবুজ মৃধার সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মো. আবু বকর সিদ্দিকী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আতহার উদ্দিন আহমেদ প্রমূখ। এছাড়াও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে র‌্যালী,বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও পথসভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। বেলা ১১টায় উপজেলা সদর সুবিদখালী সরকারী র.ই মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন শেষে ম্যুরাল পাদদেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো.আনোয়ার হোসেন জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদার,সাধারণ সম্পাদক মোঃ রাকিব মৃধা ও দপ্তর সম্পাদক মোঃ আবদুর রহিম সজল প্রমূখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest