নিখোঁজ মাঈনুলের সন্ধান চায় পরিবার।

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৯

নিখোঁজ মাঈনুলের সন্ধান চায় পরিবার।

“ফেনীর রশীদিয়া কাওমী মাদ্রাসার” থেকে মাইনুল হাসান নামে এক ছাত্র নিখোঁজ । তার বয়স আনুমানিক ২০ বছর। গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, মাথার চুল ছোট, শরীরের গঠন স্বাভাবিক, পরণে ছিল বেগুনি রঙের পাঞ্চাবী ও পায়জামা ।

সে গত ১৪ সেপ্টেম্বর , ২০১৯ তারিখ আনুমানিক সকাল ১১ টার দিকে “রশিদিয়া কওমি মাদ্রাসা” থেকে নিখোঁজ হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় । পরিবার এবং মাদ্রাসা কর্তৃপক্ষ সম্ভাব্য সকল জায়গায় খুঁজাখুঁজি
করেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে পাওয়া যায়নি। ।

পরবর্তী সময়ে তার চাচা মোঃ গোলাম মাওলা ফেনী মডেল থানায় একটি জিডি করেন। যার নম্বর ১৬৬৩ তারিখ ৩১/১০/২০১৯ ইং।

কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে

এস আই ফেনী মডেল থানা (01819000014) অথবা নিখোঁজ মাইনুল হাসান এর
চাচা (0173763 1794 )
অথবা এডভোকেট জাহাঙ্গীর আলম ( 01719-360419)
যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest