ঢাকা ২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫
চট্টগ্রাম জেলা ও ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের অন্তর্গত শোভনছড়ি উচ্চ বিদ্যালয় এর আয়োজনে অদ্য ২২ ফেব্রুয়ারি ২০২৫ ইং, রোজ শনিবার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রতিযোগীদের নিয়ে চারটি হাউসে আউটডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, হাউসগুলো ছিল যথাক্রমে হালদা, মাতামুহুরী, ব্রহ্মপুত্র ও কপোতাক্ষ।
হাউজ এর দায়িত্বরত শিক্ষক/শিক্ষকা ও ছাত্র/ছাত্রীরা হরেকরকমের গ্রামীন পিঠাপুলী, মোখরোচক খাবার ও ঘরে বানানো রসমালাই, যে গুলোর স্বাদ অসাধারণ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব এম. নুরুল আলম নুরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ মাহবুবুল আলম, জনাব মোহাম্মদ মহসিন সাহেব প্রতিষ্টাতা সদস্য শোভনছড়ি উচ্চ বিদ্যালয়।
এতে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিউল্লাহ (বীর মুক্তিযোদ্ধা) সদস্য নির্বাহী কমিটি ও জনাব ডাক্তার বেলাল উদ্দিন মেম্বার ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ।
মোহাম্মদ রাশেদুল আলম এর উপস্থাপনায় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক জনাব মফিজুল আনোয়ার।
আজকের অনুষ্ঠান সুন্দরভাবে সম্পাদনে বিশেষ ভূমিকা রাখেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আফরোজা পারভীন, রিংকু শীল, অঞ্জন দে, জিয়া উদ্দিন জাভেদ ও অত্র বিদ্যালয় এর কোমলমতি ছাত্র-ছাত্রী বৃন্দ।
আজকের ক্রীড়া পরিচালনায় ছিলেন মিস ইসরাত জাহান ও জনাব ফখরুদ্দিন বাবু।
পরে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST