কাঠালিয়ায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা শুরু

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০

কাঠালিয়ায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা শুরু

মো. সাকিবুজ্জামান সবুর কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্নাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ উপলক্ষে ক্ষণগণনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কেন্দ্রীয় কর্মসূচি দেখা জন্য বড় পর্দায় প্রদর্শনী ব্যবস্থা করা হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ জমকালো অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল মনির, উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহম্মাদ ফয়সাল উদ্দীন, উপজেলা আওয়ামী লাগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, থানা অফিসার ইনচার্জ মো. এনামুল হক, সরকারি তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের অধ্যক্ষ মো. মাহতাব উদ্দীন, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজে অধ্যক্ষ আবুল বসার বাদসা, শৌলজালিয়া ইউপি চেয়াম্যান মো. মাহমুদ হোসেন রিপন, আমুয়া ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম ফোরকান সিকদার, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিটন সিকদার, পাটিখালঘাটা ইউপি চেয়ারম্যার শিশির চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, উপজেলা আইসিটি কর্মকর্তা অতুনী কিশোর দাস মুন, প্রধান শিক্ষক মো. হারুন অর রশীদ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৫ সহা¯্রাধিক মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest