বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপনে গাইবান্ধা সদর উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০

বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপনে গাইবান্ধা সদর উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন

আরিফুল ইসলাম জেলা প্রতিনিধি গাইবান্ধা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের উদ্যোগে আজ ১১ জানুয়ারী শনিবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্ফির চিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর উন্নয়ন শীর্ষক আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনী। উপজেলা পরিষদ চত্বরে ইউএনও প্রসূন কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, সদর উপজেলার এসিল্যান্ড আফতাব উজ্জামান আল ইমরান, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, মুক্তিযোদ্ধা ওয়াশিকার মো. ইকবাল মাজু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব প্রমুখ। চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ৯ শিক্ষার্থীর মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। রাতে আতসবাজি প্রদর্শনের কর্মসূচি রয়েছে। অন্যদিকে দিবসটি পালনে গাইবান্ধা সদর ও শহর যুবলীগের উদ্যোগে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest