জলঢাকায় জীবন যুব সংঘের মানবতার দেয়াল

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০

জলঢাকায় জীবন যুব সংঘের মানবতার দেয়াল

হারুন অর রশিদ(রিয়াদ),জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ শীত” শব্দটা অনেকের কাছে অনেক আনন্দের হলেও এই শীত শব্দটাই যেনো অনেকের কাছে নির্ঘুম একটি রাত,যে রাতের সঙ্গী রাস্তার কিছু কুকুর আর দাউ দাউ করে জ্বলতে থাকা পলিথিন ও কাগজের টুকরো। কিন্তু এই বিষয়টাই যেনো কাঁদিয়েছে সদ্য কলেজের গন্ডিতে পাঁ রাখা কিছু যুবকের। তারা চিন্তা করতে থাকে কিছু করার।হাতে টাকা বলতে কিছুই নেই। সম্পুর্ন নিজস্ব অর্থায়নে এমন কিছু করতে চায় তারা যাতে টনক নড়ে সবার,সবাই যেনো বাড়িয়ে দেয় তাদের সাহায্যের হাত। আর সেই ভাবনা এবং নীলফামারী সদর থানা (তদন্ত) কর্মকর্তা মাহামুদ-উন নবীর অনুপ্ররনায় ও ফেসবুকের একটি তথ্যের মাধমে তারা বের করে এক অভিনব উপায়। তারা প্রতিষ্ঠা করে “মানবতার দেয়াল নামের একটি কাপড় বিতরন ও সংগ্রহশালা। তাদের কাজটা একদিকে যেমন ছিল কঠিন অন্যদিকে ছিল খুব মজার ও ভিন্নধর্মী,যেটার মাধ্যমে খুব কম সময়ে অনেক বড় রকমের সারাও পেয়েছে তারা। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “জীবন যুব সংঘ”ও জলঢাকা থানা পুলিশের সার্বিক সহযোগিতায় জলঢাকা থানার সামনে তারা প্রথম অস্থায়ী একটি দেয়াল স্থাপন করে যেখানে লেখা আছে “মানবতার দেয়াল”। দুটি নির্দিষ্ট যায়গা রয়েছে কাপড় সংগ্রহ ও বিতনের জন্য। যে কেউ চাইলেই তাদের অপ্রয়োজনীয় কাপড় এখানে রেখে যেতে পারে আবার যার প্রয়োজন হবে তারা এখান থেকে কাপড় নিয়ে যেতেও পারবে। তাদের এই উদ্যোগকে যেমন সাধুবাদ জানিয়েছে উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা সূজা তেমনি অনেক সাধুবাদ জানিয়েছেন উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এই মহৎ উদ্যোগের বিষয়ে জানকে চাইলে ” জীবন যুব সংঘের”রিয়াজুল ইসলাম আলোকিত সময়.কম কে বলেন, এটা আসলে তেমন কোনো বিষয় না মুলত সামাজিক মুল্যবোধ থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমরা চাই এর মাধ্যমে কিছু সুবিধাবঞ্চিত মানুষের সেবা করার।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest