ঢাকা ১১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০
মো. হাইরাজ বরগুনা প্রতিনিধি।। বরগুনার তালতলীতে ন্যায্য মুল্যে কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে চলতি মৌসুমে ধান সংগ্রহের ২০১৯-২০ অর্থ বছরে শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারী)বেলা ১১টার সময় খাদ্য গুদামের আয়োজনে এবং উপজেলা কৃষি বিভাগের সহযোগীতায় আনুষ্ঠানিক ভাবে ধান ক্রয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজবীউল কবির জোমাদ্দার, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম মিঞা(ভারপ্রাপ্ত) মৎস্য কর্মকর্তা মো.শামীম রেজা,কৃষি কর্মকর্তা আহসানউল্লাহ (অ:দ:)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান প্রমুখ।খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন প্রমুখ।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান,আমন মৌসুমে তালতলী উপজেলায় সরাসরি ভাবে কৃষকদের নিকট থেকে ২৬ টাকা কেজি দরে ১৪৩৭ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST