বিশেষ কম্বিং অপারেশনের শেষ দিন জাল পুড়িয়ে ধ্বংস।

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০

বিশেষ কম্বিং অপারেশনের শেষ দিন জাল পুড়িয়ে ধ্বংস।

মোঃ হাইরাজ বরগুনা।। মৎস্য অধিদপ্তরের বিশেষ কম্বিং অপারেশনের। প্রথম ধাপের শেষ দিনে সোমবার ১৩ জানুয়ারী বরগুনার পায়রা নদীতে মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য অবৈধ জাল নির্মূলে ‘ অভিযান চালায় তালতলী উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে একটি বেহুন্দীসহ বেশ কিছু কারেন্ট জাল ও জাটকা জাল আটক করা হয়। আটক করা জাল উপজেলা পরিষদে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানের সত্যতা স্বীকার করে উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা জানান. মৎস্য অধিদফতরের সিদ্ধান্ত অনুসারে চলমান জাটকা রক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করতে অন্যান্য সামুদ্রিক প্রজাতির মাছের ডিম, লাভা ও পোনা রক্ষায় এ পুলিশের সহয়তায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ জাল নির্মূলে প্রথম ধাপের অভিযান চলবে আজ শেষ । দ্বিতীয় ধাপের অভিযান আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত ।

মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী উপকূলীয় বেহুন্দি জাল ও কারেন্ট জাল দিয়ে সারা বছর দেশের সব নদী ও উপকূলীয় এলাকায় মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। অবৈধ জাল ব্যবহারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest