বরিশালে ম্যাশনরী ও রডবাইন্ডিং এবং ফেব্রিকেশন ট্রেডের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০

বরিশালে ম্যাশনরী ও রডবাইন্ডিং এবং ফেব্রিকেশন ট্রেডের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ আজ ১৩ই জানুয়ারি সকাল ১০ ঘটিকায় কারিতাস মটস বাসিছসিইপ প্রকল্পের আয়োজনে কারিতাস বরিশাল আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে মটস বাসিছ সিইপ প্রকল্পের, ম্যাশনরী ও রডবাইন্ডিং এবং ফেব্রিকেশন ট্রেডের ৮ম ব্যাচের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিচালক কারিতাস বরিশাল ফ্রান্সিস বেপারী। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ম্যানেজার ও অফিস ইন চার্জ সেইভ দ্যা চিলড্রেন বরিশাল মোঃ ফারুক হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ আতাউর রাব্বিসহ অংশগ্রহণকারী বেকার যুবক যুবতীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভায় অতিথিরা ৩ মাস মেয়াদি মটস বাসিছসিইপ প্রকল্পের, ম্যাশনরী ও রডবাইন্ডিং এবং ফেব্রিকেশন ট্রেডের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। পরে জেলা প্রশাসক বিভিন্ন ট্রেড এর প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest