প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে হাবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, মে ২২, ২০২৩

মো: হাবিবুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি( দিনাজপুর) :

২২ মে (সোমবার) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ, হাবিপ্রবি শাখা কর্তৃক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে হাবিপ্রবি শাখা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিল শেষে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে হত্যার হুমকিদাতার অবিলম্বে শাস্তির দাবি তোলেন।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মোস্তফা জামান, শাহ আলম, রাসেল আলভী, সৌরভ, দেলোয়ার,মিরাজ সহ প্রমুখ ছাত্রলীগ নেতাকর্মীরা ।

বিক্ষোভ মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রধান ফটকের এর সামনে এসে শেষ হয়।

উল্লেখ্য যে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের এই কর্মসূচি পালনের যথাযথ সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন।
২১ মে (রবিবার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest