খানসামায় দুর্বৃত্তের অস্ত্রের কোপে যুবক আহত

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০

খানসামায় দুর্বৃত্তের অস্ত্রের কোপে যুবক আহত

মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় দূর্বৃত্তের অস্ত্রের কোপে লাবু ইসলাম (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। তিনি উপজেলার পাকেরহাটের বিশিষ্ট হার্ডওয়্যার ব্যবসায়ী বাবলু রহমানের ছেলে। ১৬ জানুয়ারী (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে বাবার ব্যবসার দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে পাকেরহাট ভেড়ভেড়ার দিঘী রোডে এ ঘটনা ঘটে। তার বাবা বাবলু ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিল লাবু। বাড়ির কাছাকাছি যাওয়ার পথে চলমান রাস্তায় পিছন দিক থেকে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে এসে মেরে ফেলার উদ্দ্যেশে গলায় কোপ মারে। এরপর তাঁর চিৎকারে লোকজন এগিয়ে আসার আগেই দূর্বৃত্তরা পালিয়ে যায়। তাঁকে তাৎক্ষনিক উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest