গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজারীদের সাথে পুলিশ সুপার আল বেলী আফিফার সম্প্রীতি সভা l

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজারীদের সাথে পুলিশ সুপার আল বেলী আফিফার সম্প্রীতি সভা l

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধ –
হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সকল পূজারীদের সাথে সম্প্রীতি সভা করেছেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা।
১৩ অক্টোম্বর শুত্রুবার সকাল ১০টায় থানা চত্ত্বরে
মুকসুদপুর থানার আয়োজনে সভায় বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কাজী মাহবুবুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: মোহাইমিনুল ইসলাম, মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: কামরুজ্জামান।
মুুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে এবং ওসি তদন্ত শীতল চন্দ্র পালের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: রবিউল আলম সিকদার, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাহিদুর রহমান টুটুল,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল কান্তি বোস,পাক্ষিক মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, বহুগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক উত্তম কুমার দাস,সরকারী এস,জে মডেল উচ্চ বিদ্যালয় সুকদেব পোদ্দার, উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারন সম্পাদক বিকাস চন্দ্র দাস,ননিক্ষীর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার মন্ডল ও পূজারী বিধান পান্ডে প্রমূখ। সম্প্রীতি সভায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,স্থানীয় সাংবাদিকগণ, গন্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলার ১টি পৌরসভা ও ১৬ টি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের পূজারীদ্বয় উপস্থিত ছিলেন।
সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা বলেছেন,সবাই দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রতিটি মণ্ডপে আশপাশে সবাইকে নিয়ে সম্প্রীতি কমিটি করতে হবে। দুষ্কৃতকারীরা যেন কোনো প্রকার অপরাধ সংগঠিত করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। মাদক সেবন করে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে।
অপরাধীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না। প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দিয়েছেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি গোপালগঞ্জের দুইদিনের রাষ্ট্র্রীয় সফরে টুংগীপাড়ায় অবস্থান কালে বর্তমান কিশোর গ্যাংরা মাদকসেবন সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনায় অভিভাবকসহ সর্বস্তরের মানুষকে এব্যাপারে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest