১৬৫০ জন গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০

১৬৫০ জন গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
পরিমল চন্দ্র বসুনিয়া(হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি): উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাট জেলায় হাঁড় কাঁপানো শীতে জনজীবন বিপযর্স্ত হয়ে পরেছে।হাতীবান্ধা উপজেলায় শীতের কারনে বিপাকে পড়া দিন মজুর শ্রেণীর লোকজনদের মাঝে আজ (১৭জানুয়ারি) শুক্রবার শীতের কম্বল দেন,SPARKLE এবং ICAB অর্থায়নে, ব্যাবস্থাপনায়: ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদ। এতে ১৬৫০ জন গরীব ও দুস্হ শীতার্ত মাঝে এ কম্বল বিতরণ করা হয়। উক্ত বিতরণে উপস্থিত ছিলেন ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতা-কর্মীরা ও হাতীবান্ধা উপজেলার চেয়ারম্যান, মশিউর রহমান মামুন। প্রচন্ড শীতের কারণে নিউমোনিয়া, অ্যাজমা, কোল্ড এলার্জি ও ডায়রিয়াসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগ দেখা দিয়েছে। সব চেয়ে বেশি দুর্ভোগে পড়েছে তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চলের লোকজন। শীতের কারণে বিপাকে পড়েছে দিন মজুর শ্রেণীর লোকজন। শীতের কারণে বাইরে কাজ করতে যেতে না পাওয়ায় তাদের ঘরে খাবার সংকট দেখা দিয়েছে। অন্য দিকে শীত বস্ত্রের অভাবে কষ্ট করছে।এসব এলাকার মানুষের শীত নিবারনের অবলম্বন বলতে ধানের খড় কুটোর আগুনের তাপ। শীত নিবারন হয়না বলে চরের ভূমিহীনরা ঘরের দুয়ারে খড়-গোবরের মুঠিয়া জ্বালিয়ে রাখেন সারারাত। রাতে দুই কাঁথায় তাদের শীত কাটে। ছেলেমেয়েদের পরনে গরম কাপড় নেই। একদিকে অভাব-অনটন, অন্য দিকে শীত বস্ত্রহীন দিনরাত অতিবাহিত করছে এ জেলার নিম্ন আয়ের মানুষ।বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। গবাদি পশুকেও প্রচন্ড শীতের দুর্ভোগ পোহাতে হচ্ছে।এরা অপেক্ষায় থাকে মানুষের সহযোগিতার জন্য।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest