বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে ২৬০টি উন্নত সিসি ক্যামেরা স্থাপন করেছে মেট্রোপলিটন পুলিশ

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, মে ২০, ২০২৪

বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে ২৬০টি উন্নত সিসি ক্যামেরা স্থাপন করেছে মেট্রোপলিটন পুলিশ

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) সদর দফতরে ‘ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১২টায় ফিতা কেটে এর উদ্বোধন করেন পুলিশ কমিশনার জিহাদুল কবির।

উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, ‘বরিশাল মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং উন্নত পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে ডিজিটাল সার্ভিলেন্সের মাধ্যমে ক্রাইম কন্ট্রোল, ট্রাফিক কন্ট্রোল এবং সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের জন্য চালু করা হলো “ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার”। একটি কক্ষে স্থাপিত অত্যাধুনিক এ কমান্ড সেন্টার থেকে ২৬০টি সিসি ক্যামেরার মাধ্যমে সব সময় বরিশাল মেট্রোপলিটন এলাকাকে পর্যবেক্ষণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘এ সেন্টার থেকে সিসি ক্যামেরার মাধ্যমে মহানগরীর আইনশৃঙ্খলার চিত্র সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। এ ছাড়াও মহানগরী এলাকায় অনুষ্ঠিত যেকোনও ধরনের জনসমাবেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা; চুরি, ছিনতাই, ডাকাতিসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে চিহ্নিতকরণ এবং পূর্বে ঘটে যাওয়া অপরাধসহ আইন-শৃঙ্খলা সম্পর্কিত প্রকৃত লাইভ ভিডিওচিত্র ধারণ ও সংগ্রহ করা সম্ভব হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest