কোটা আন্দোলনের প্রতিবাদে নলছিটিতে বিক্ষোভ মিছিল সমাবেশ

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৪

কোটা আন্দোলনের প্রতিবাদে নলছিটিতে বিক্ষোভ মিছিল সমাবেশ

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির নলছিটিতে কোটা বিরোধী আন্দোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় বাসস্ট্যান্ড বিজয় উল্লাস ৭১ সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ অংশ নেন। মিছিলটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ হাবিবুর রহমান তালুকদার, নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী তালুকদার ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক লাইজুর রহমান রিয়াজ। পরে বিজয় উল্লাস চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশে বক্তারা বলেন মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার জন্য একটি চক্র সক্রিয়। কোটা বাতিলের নামে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা চালানো হচ্ছে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা।


alokito tv

Pin It on Pinterest