ঢাকা ১৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪
মো. লুৎফর রহমান,হিলি,(দিনাজপুর) :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলিতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের নেতা কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে উপজেলার একটি পৌরসভা ও তিনটি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তা দেওয়ার জন্য উপজেলা জামায়াতে ইসলামীর তত্বাবধানে ছাত্র শিবির, ও যুব টীম গঠন করা হয়।
উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা দক্ষিণ সাংগঠনিক আমীর মোঃ আনোয়ারুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা দক্ষিণ সাংগঠনিক সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা যুব বিভাগের আহবায়ক মোঃ সবিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি মোঃ আলহাজ হোসেনসহ আরও অনেকে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST