তেঁতুলিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

তেঁতুলিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা

 

 

 

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি # তেঁতুলিয়া উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

 

 

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.নাজমুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, জামায়াতের উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, সদর ইউপি সেক্রেটারি জয়নাল আবেদীন, ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, এনসিপির তেঁতুলিযা উপজেলার প্রধান সমন্বয়কারী মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হযরত আলী, ওবায়দুল হক, সাংবাদিক এমএ বাসেত, জাবেদুর রহমান জাবেদ প্রমুখ।

 

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডির প্রকৌশলী ইদ্রিস আলীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

 

 

সভায় বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা পলায়নে দেশ ফ্যাসিবাদমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। আগামী সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধসহ সব শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

 

 

এদিকে দিনের সুবিধাজনক সময়ে উপজেলার প্রতিটি মসজিদে শহীদগণের রুহের মাগফিরাত ও  আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দিয়ো এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করতে বলা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest