পাথর উত্তোলনে নিষিদ্ধ ৫টি ড্রেজার মেশিন ধংস করেছে তেঁতুলিয়া পুলিশ

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৫

পাথর উত্তোলনে নিষিদ্ধ ৫টি ড্রেজার মেশিন ধংস করেছে তেঁতুলিয়া পুলিশ

 

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়ায় নিষিদ্ধ ড্রিল ড্রেজার মেশিন বন্ধে মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ টি ড্রেজার মেশিন ধংস করা হয়েছে। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়ার নেতৃত্বে ১২ সদস্যের একটি চৌকস দল এই অভিযান সম্পন্ন করেন।

বৃহস্পতিবার (৭আগষ্ট)  বিকেলে পুলিশ প্রথমে সানুবালাবালি ও পরে নিউমার্কেট এলাকায় ডাহুক নদীর তীরে অভিযানটি পরিচালনা করেন। এতে শালবাহান ইউনিয়নের সানু বালাবালি এলাকায় ডাহুক নদীতে ৩ টি ও বুড়াবুড়ি ইউনিয়নের নিউমার্ট এলাকার ২ টি ড্রেজার মেশিনের পাইপ , মালামাল – ড্রামের নৌকা, মেশিনের যন্ত্রাংশ – সহ বিভিন্ন মালামাল ধংস করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া বলেন ডে্রজার মেশিন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest