তারাগঞ্জ উপজেলা বিএনপি দশ বছর পর সম্মেলন, ফিরছে নেতা কর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য 

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৫

তারাগঞ্জ উপজেলা বিএনপি দশ বছর পর সম্মেলন, ফিরছে নেতা কর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য 

 

 

 

তারাগঞ্জ ( রংপুর) প্রতিনিধি :  দীর্ঘ ১০ বছর পর আগামী ৯ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুরে তারাগঞ্জ উপজেলার বিএনপি’র সম্মেলন। সম্প্রতি রংপুর জেলা বিএনপির বর্ধিত সভায় এই তারিখ ঘোষনা করা হয়।

সম্মেলনের তারিখ ঘোষণার পরপরই নেতা কর্মীদের মাঝে প্রাণ চঞ্চল্য ফিরে পেয়েছে। উপজেলা বিএনপির সূত্রে জানা গেছে,  ২০১৫ সালে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরে দলকে সুসংগঠিত করার লক্ষ্য ২০২৩ সালেএপ্রিল মাসে যুবদল নেতা অ্যাডভোকেট মাকদুম আলমকে আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান শিপু সদস্য সচিব করে  আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আহবায়ক কমিটি মাধ্যমে উপজেলা বিএনপির কার্যক্রম চলছে। দীর্ঘদিন সম্মেলন না হয় হতাশ ছিলেন নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে,  সম্মেলনে সভাপতি পদে উপজেলা বিএনপির আহবাযক অ্যাডভোকেট মাকদুম আলমসহ বিএনপির মতিযার রহমান ও সিরাজুল ইসলাম।  সাধারণ সম্পাদক পদে বর্তমান বিএনপি’র সদসচিব ও ছাত্র নেতা মেহেহদী হাসান শিপু ও সাবেক ছাত্রনেতা গোলাম কিবরিয়া। সাংগঠনিক সম্পাদক পদে বিএনপি’র সোনাউল্লা সরকার, কোবায়েত হোসেন ও মাহবুবুর রহমান শাহিন চৌধুরী।  সম্মেলন নিয়ে কথা হলে কুশা ইউনিয়ন ১ নাম্বার ওয়ার্ডের বিএনপির সভাপতি মোঃ মোতাহার হোসেন বলেন, সম্মেলন ঘোষণার পর উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসব শুরু হয়েছে।  তিনি আশা করছেন সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।  উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক কাজিনুর আলম বলেন, আমি উপজেলা বিএনপি’র একটা কমিটির উদ্দেশ্যে বলবো একটি সুন্দর সম্মেলন অনুষ্ঠিত হোক। যে সম্মেলন থেকে আমরা নেতা নির্বাচন হবে। উপজেলা বিএনপির আহবায়ক ও সভাপতি পদপ্রার্থী  এডভোকেট মাকদুম আলমের সঙ্গে কথা হলে তিনি জানান,  আমার বিশ্বাস গণতান্ত্রিক প্রক্রিয়ায় ( ভোটে) মাধ্যমে সম্মেলন হলে ভোটাররা আমাকে নির্বাচিত করবেন।  দলের জন্য আমি কি করেছি তা নেতাকর্মীরা জানেন।  আমি আশাবাদী তৃণমূলের নেতা কর্মীরা আমার অবদানের মূল্যায়ন করবেন।  সদস্য সচিব ও সাধারণ সম্পাদক প্রার্থী  মেহেদী হাসান শিপু জানান, ছাত্র জীবন থেকে শুরু করে বর্তমানে বিএনপি নেতাকর্মীর জন্য দিন-রাত দলকে সুসংগঠিত করার জন্য কাজ করছি।  আমি আশা করছি দলীয় নেতা কর্মীরা আমাকে ভোট দিয়ে জয়ী করবেন।   কারা নির্যাতিত  সাবেক ছাত্র নেতা  ও সাধারন সম্পাদক প্রার্থী গোলাম  কিবরিয়া জানানেন, দলের দুর্দিনে রাজপথে থেকে ফ্যাসিবাদীদের সঙ্গে লড়াই করেছি।  দলের নেতাকর্মীদের তা অজানা নয় তারা আমাকে অবশ্যই মূল্যায়ন করবেন।।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest