ঢাকা ৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৫
ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, নোয়াখালী সংবাদদাতা:
সেনবাগে নিখোঁজের তিনদিন পর আমেনা বেগম (৮০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ২নং কেশারপাড় ইউপির লুধুয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আমেনা বেগম লুধুয়া গ্রামের হোসেন মজুদার বাড়ি। তার ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
এরআগে ৪ আগষ্ট সে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর আত্মীয়- স্বজন সহ সর্বত্র খোঁজাখুজি ও এলাকায় মাইকিং করা হয়। না পেয়ে এর পরের দিন সেনবাগ থানায় নিখোঁজ ডাইরি করে।
এরপর বৃহস্পতিবার বাড়ির পাশ্বে একটি ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয় এলাকার লোকজন উদ্ধার করে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতের বিষয়ে কোন অভিযোগ না থাকায় পুলিশ পরিবারের নিকট লাশ হস্তান্তর করে।
লাশ উদ্ধারের বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) এ এসএম মিজানুর রহমান জানান,ওই মহিলা মানষিক বিকারগ্রস্থ ছিলো। তিনদিন আগে সে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশ্বের ডোবা থেকে তার লাশ উদ্ধার করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারে নিকট হস্তান্ত করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST