ঢাকা ১০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৫
তারাগঞ্জ ( রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে ভ্যান চোর সন্দেহে দুইজনকে আটকের পর গণপিটুনিতে রুপলাল রবিদাস ( ৪১) নামের একজন ঘটনাস্থানেই নিহত হয়েছে। নিহত রুপলাল রবিদাস উপজেলার কুশা ইউনিয়নের বেলতলি মেডিকেল এলাকার খগেন রবিদাসের ছেলে।
জানাগেছে, শনিবার (৯ আগস্ট) রাত ৯ টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজারে রুপলাল রবিদাস ও তার পিসিত ভাই রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর ছড়ান এলাকার প্রদীপ রবিদাসসহ ঘুরাফেরা করছিলো। এসময় বুড়িরহাট বাজারের কিছু লোকজন দুইজনকে ভ্যান চোর সন্দেহে, আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় রুপলাল ও তার পিসিত ভাই প্রদীপের কথাবাতায় সন্দেহ হলে স্থানীয় উত্তেজিত জনতা তাদের দুজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে রুপলাল রবিদাস নিহত হয়। প্রদীপ নামের অপরজন গুরত্বর আহত হন। খবর পেয়ে তারাগঞ্জ ক্যাম্পের সেনাবাহিনী ও থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসেন। তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক হোসেন বলেন, গণপিটুনিতে একজন নিহত ও একজন আহত হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্ত সুস্থ হলেই মূলকারন জানাযাবে। ঘটনা তদন্তের পর জানা যাবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST