ঢাকা ১১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৫
বামনায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সভা
বামনা ( বরগুনা) প্রতিনিধি # বরগুনার বামনায় গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রির্পোটার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে রবিবার সকাল ১০টায় বামনা গোলচত্বরে বামনা প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বামনা উপজেলা শাখার আয়োজনে সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র ও সাধারণ জনতার অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে অবিলম্বে সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে। বামনা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বেগম ফয়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হাবিবুর রহমান, বামনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন মোল্লা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বামনা উপজেলা শাখার সভাপতি মোঃ নাসির মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বামনা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান মজনু, বামনা প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক সাবু, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা সাইদুর রহমান, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা সেক্রেটারি মো. ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সজীব হোসেন মুন্না, বামনা সরকারি কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ সুজন মিয়া, ওলামা দলের সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাব সদস্য হাফেজ এইচ. এম. আল-আমীনসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বামনা উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ জাকির হোসাইন। বামনার সাংবাদিক সমাজ এই হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করেছে, যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয়, তাহলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। তারা সরকারের কাছে অবিলম্বে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে সাংবাদিক তুহিন হত্যার আসল রহস্য উন্মোচন করার এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST