ঢাকা ১১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২৫
তারাগঞ্জ ( রংপুর) প্রতিনিধি : তারাগঞ্জে এর আশীর্বাদের খরচ করতে গিয়ে ভ্যান চোর সন্দেহে গণপিটুনিতে ভাগ্নি জামাই ও শ্বশুরের জামাই ও শ্বশুর প্রাণ গেল।
শনিবার ৯ আগস্ট রাত ১০ দিকে উপজেলার ইউনিয়নের বুড়িরহাট বটতলী নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার কুশিয়া ইউনিয়নের ঘনিরামপুর মেডিকেল এলাকার রুপলাল দাস (৪১) ও রংপুর মিঠাপুকুর উপজেলার বালুয়া ভাটা গ্রামের প্রদীপ দাস (৩৫)। তারা একে অপরের সম্পর্ক নাতনি জামাই ও শশুর।
পুলিশ ও স্থানীয় লোকেরা জানান, সম্প্রতি রূপনাল দাসের মেয়ের বিয়ে ঠিক হয় রংপুরের মিঠাপুকুর উপজেলার শ্যামপুরের লালচাদ দাসের সঙ্গে। রবিবার ১০ আগস্ট রূপলাল দাসের মেয়ের আশীর্বাদ করার জন্য লোক জামাইয়ের পক্ষের লোকজন আসার কথা ছিল। এজন্য তিনি তার ভাগ্নি জামাই দাস কে নিয়ে প্রদীপ দাসের ভ্যানে চড়ে বুড়িরহাট বাজারে বাজার করার জন্য যায়। বুড়িরহাট বাজারে যায়। বাজার শেষে নাতনি জামাই প্রদীপের ভ্যানে করে তারাগঞ্জ- হাজির হাট হয়ে বাড়িতে ফেয়ার সময় বুড়িরহাট বাজার এলাকার বটতলি নামক স্থানে পৌঁছালে স্থানীয় কয়েকজন তাদের ভ্যান চোর সনাদেহে আটক করেন। সেখানে আরো কিছু লোকজন জড়ো হন। ভ্যানে থাকার রূপনাল দাসের ব্যাগে কয়েকটি প্লাস্টিকের বোতলে তরল কিছু দেখে এলাকার এই ভ্যান চালক মেহেদী হাসান নামের ঘ্রান তিনি বমি করতে থাকেন এবং এক পর্যায়ে অজ্ঞান হযে পড়েন। এ সময় জামাই ও শ্বশুর কে ভ্যান চোর সন্দেহ করে মারধর করতে করতে বুড়িরহাট বাজারে নিয়ে আসেন। দুজনেই ভ্যান চোর এমন কথা বলায় বাজারের জনসাধারণ উত্তেজিত হয়ে দুইজনকেই গণপিটুনি দিতে থাকেন। গণপিটুনির এক পর্যায়ে তারা দুজনে গুরুতর আহত হলে পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় তারাগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্মরত চিকিৎসক রুপলাল দাস কে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত প্রদীপ দাস কে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড।।। করেন। ভাই খোকন দাস রোববার সকালে জানান, তাদের নাতি জামাই ভোরে হাসপাতালে মারা গেছে। তারাগর থানার অফিসে ইনচার্জ ( ওসি) এমএ ফারুক জানান, চোর সন্দেহে গণপিটুনিতে শনিবার রাতেই রুপলাল এর মৃত্যু হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে প্রদীপ মারা যায়। তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। দুটি লাশেই রংপুর মেঘগুলো কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য রাখা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST