ঢাকা ১১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২৫
ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালীর সেনবাগের ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সেবার হাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কারখানাসহ ২৫ টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে গেছে।অপর দিকে আরও ৩০ টির বেশি দোকান আংশিক আগুনে পুড়ে গেছে। গতকাল শনিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সেবারহাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানায়, সেবারহাট বাজারের একটি কারখানায় প্রথমে আগুন লাগে। মুহুর্তেই তা আশপাশের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পর্যায়ক্রমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এতে সেনাবাহিনী,পুলিশ ও স্থানীয়রা সহযোগিতা করে।
ফায়ার সার্ভিস আরও জানায়, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
সেবারহাট বাজারের ব্যবসায়ীরা জানান, আগুনে আসবাবপত্র তৈরির কারখানা, মেশিনারিজ ও থাই অ্যালুমিনিয়ামের দোকানসহ বেশকয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ৩০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST