নাটোরে বাগাতিপাড়ায় পুকুরের পানি থেকে তিন মাসের শিশুর লাশ উদ্ধারঃ মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি

প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

নাটোরে বাগাতিপাড়ায় পুকুরের পানি থেকে তিন মাসের শিশুর লাশ উদ্ধারঃ মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি

আবু মুসা স্টাফ রিপোর্টার : নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানি থেকে তিন মাস বয়সী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ শিশুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।শনিবার বিকালে উপজেলার বজরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু তানজিলা খাতুন ওরফে টিয়া পাখি। তার বয়স প্রায় তিন মাস বলে জানা গেছে। তানজিলা রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর এলাকার জামিরা গ্রামের তুষার আলীর মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজুল ইসলাম টেনুর পালিত কন্যা তারিন বেগম সিজারের মাধ্যমে শিশুটির জন্ম দেন। ওই শিশুর জন্মের পর থেকে তারিন বেগম পালিত বাবার বাড়ি বাগাতিপাড়া উপজেলার বজরাপুর গ্রামেই থাকেন। শনিবার বিকালে শিশু তানজিলার নিখোঁজ হওয়ার খবর জানতে পারেন প্রতিবেশী ও পরিবারের লোকজন। এক পর্যায়ে তাজুল ইসলামের বাড়ির পাশের পুকুরের পানিতে শিশুটির লাশ দেখতে পান। পরে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়। জানতে পেরে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন, এবং পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন। তবে কিভাবে তিন মাসের শিশু পুকুরের পানিতে পৌঁছলো তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাস্থল প্রাথমিকভাবে তদন্তকারী বাগাতিপাড়া মডেল থানার এসআই তারেকুল ইসলাম জানান, পুকুরের পানি থেকে তিন মাস বয়সের শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ নিয়ে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এতো ছোট শিশু মৃত্যু নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest