ঢাকা ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০
মোঃ লুৎফর রহমান হাকিমপুর প্রতিনিধিঃ হিলি চেকপোষ্ট এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে দেশীয় ৮৩ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার দুপুরে হিলি সীমান্তের চেকপোস্ট গেটে ভারতীয় ট্রাক থেকে মাছগুলো উদ্ধার করা হয়। বিজিবির হিলি সিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার ইলিয়াছ মিয়া জানান, ভারত থেকে পাথর নিয়ে আসা একটি ট্রাক হিলি বন্দরে পণ্য খালাস করে ভারতে ফিরে যাওয়ার সময় ট্রাকে করে অবৈধভাবে ইলিশ মাছ পাচার করে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হিলি আইসিপি চেকপোস্টে দায়িত্বরত বিজিবির নায়েক রাকিব হোসেন ভারতীয় ট্রাকটিতে তল্লাসি চালিয়ে ১০৯ পিস ইলিশ মাছ উদ্ধার করে। যার ওজন ৮৩ কেজি। জব্দকৃত মাছ গুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি। মোঃ লুৎফর রহমান হিলি দিনাজপুর
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST