ঘাটাইলে রানা আদর্শ ক্লাবের উদ্যোগে দুস্হদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

ঘাটাইলে রানা আদর্শ ক্লাবের উদ্যোগে দুস্হদের মাঝে কম্বল বিতরণ

শহিদুল ইসলাম সোহেল, ময়মনসিংহ ব্যুরো : টাঙ্গাইলের ঘাটাইলে রানা আদর্শ ক্লাবের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের গারোবাজারে ক্লাবের কার্যালয় থেকে গতকাল সন্ধ্যায় এলাকার শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।এসময় ক্লাবের প্রধান উপদেষ্টা সাবেক এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আরো উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা বাইস চেয়ারম্যান আরিফ হোসেন,রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক সরকার,রসুলপুর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাঃ আব্দুল মালেক,বিশিষ্ট ব্যাবসায়ী হারুনুর রশীদ,রানা আদর্শ ক্লাবের সভাপতি আবদুল আজিজ,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,রানা আদর্শ ক্লাবের সকল সদস্যগণ সহ উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য,ঘাটাইলের সাবেক এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানার আদর্শে অনুপ্রাণিত হয়ে লক্ষিন্দর ইউনিয়নবাসী তার নামে এ ক্লাব প্রতিষ্ঠা করেন।প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক উন্নয়ন ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে।ক্লাবের সভাপতি আঃআজিজ বলেন,ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest