ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
আপেল মাহমুদ(শাওন) ভোলা প্রতিনিধি. প্রশাসনের মাঠ পর্যায়ের ৩য় শ্রেণির কর্মচারীরা তাদের পদবী পরিবর্তন ও পদোন্নতির দাবিতে কর্মবিরতি পালন করেছে। ভোলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি অফিসের কর্মচারীরা গত ২০,২১,২৭ ও ২৮ জানুয়ারী প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সকল দাপ্তরিক কাজ বন্ধ রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করে। এতে এসব অফিসে আসা সেবা প্রত্যাশীরা ভোগান্তির কবলে পড়েন। আন্দোলনকারী কর্মচারীরা জানিয়েছেন, তাদের পদবী প্রশাসনিক কর্মকর্তা ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা নির্ধারণ এবং পদোন্নতির ঘোষনা না আসা পর্যন্ত তারা আগামিতে আরো কর্মসূচি পালন করবে। রকে অফিস সুপার, অফিস সহকারী ও হিসাব রক্ষক, স্টেনো গ্রাফার এবং স্টেনো টাইপিস্টসহ নানা নামে সম্বোধন করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST