বেরোবিতে সহকারী প্রকৌশলীর অন্যায় ও মিথ্যাচারের বিচার দাবিতে গণস্বাক্ষর

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০

শিহাব মন্ডল,বেরোবি প্রতিনিধি রংপুর:  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও বিভাগের শিক্ষার্থীদের নামে অন্যায় ও মিথ্যাচারের বিচার চেয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা । মঙ্গলবার(২৮ জানুয়ারি) গণস্বাক্ষর কর্মসূচি পালন শেষে প্রকৌশল দপ্তরের কর্মকর্তা কমলেশ চন্দ্র সরকারের বিচার চেয়ে রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদন করেন তারা । শিক্ষার্থীরা জানান, একাডেমিক ভবন-৩ এ অবস্থিত লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই অপরিচ্ছন্ন টয়লেট ও পানির সমস্যায় ভুগছিলেন । এবিষয়ে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে গত ২৬ জানুযারি প্রকৌশল দপ্তরে গেলে তারা সমাধান না করে প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী কমলেশ চন্দ্র সরকার তার দায়িত্ব অবহেলা ঢাকার জন্য লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জুবায়ের ইবনে তাহের ও বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে অভিযোগ দায়ের করেন । এই বিষয়ে লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জুবায়ের ইবনে তাহের বলেন, উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাকে এবং আমার বিভাগকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে । এই অভিযোগ সঠিক নয় । এটি ভিত্তিহীন ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest