শহিদুল ইসলাম সোহেলঃ টাঙ্গাইলের মধুপুরে কৃষিসম্রসারন অধিদপ্তরের আয়োজনে একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম(এটুআই) ও কৃষি বাতায়নে কৃষক তথ্য সন্নিবেশ কর্মসূচীর আওতায় বুধবার(২৯ জানুয়ারী) বিকেলে মধুপুর কৃষি প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কৃষি সম্রসারন অধিদপ্তর টাঙ্গাইলের উপ পরিচালক কৃষিবিদ মো: আব্দুর রাজ্জাক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কৃষিসম্রসারন অধিদপ্তর টাঙ্গাইলের অতিরিক্ত উপ পরিচালক (পিপি) মো: আব্দুর রাশেদ, একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই) এর সংযুক্ত কর্মকর্তা কৃষিসম্রসারন অফিসার মো: ওবায়দুল হক, ও মো: জসীম উদ্দিন। প্রশিক্ষণ অনুষ্ঠানে অতিরিক্ত কৃষিকর্ম কর্তা কৃষিবিদ আদনান বাবু, কৃষিসম্রসারন অফিসার ফাহিমা আক্তার সহ সকল ব্লকের উপসহকারী কৃষিকর্মকর্তা গন উপস্হিত ছিলেন। উল্লেখ্য যে কৃষি বাতায়নে কৃষক তথ্য সন্নিবেশ কর্মসুচীর আওতায় মধুপুর উপজেলার সকল শ্রেনীর কৃষক কৃষাণীদের তথ্য সংগ্রহের মাধ্যমে ডিজিটাল কৃষক তথ্য ভান্ডার গড়ে তোলা হবে বলে কর্মকর্তাগন জানান।