ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০
আবু মুসা স্টাফ রিপোর্টারঃ ডিজিটাল কারচুপির মাধ্যমে আগামি জাতীয় নির্বাচনের জয়ী হওয়ার রিহার্সেল হিসাবে এবারের ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়েছে দাবি করে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,আগামিতে ইভিএমএর মাধ্যমে কোন নির্বাচন হতে দেয়া হবেনা।দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ এলাকায় এক স্মরণ সভায় এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় এ নেতা।এড.আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় নাটোর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু,দেওয়ান শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবকে সাধারণ সম্পাদক হযরত আলীর মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST