ভবিষ্যতে ইভিএমএ কোন নির্বাচন করতে দেয়া হবেনা – দুলু

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

ভবিষ্যতে ইভিএমএ কোন নির্বাচন করতে দেয়া হবেনা – দুলু

আবু মুসা স্টাফ রিপোর্টারঃ ডিজিটাল কারচুপির মাধ্যমে আগামি জাতীয় নির্বাচনের জয়ী হওয়ার রিহার্সেল হিসাবে এবারের ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়েছে দাবি করে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,আগামিতে ইভিএমএর মাধ্যমে কোন নির্বাচন হতে দেয়া হবেনা।দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ এলাকায় এক স্মরণ সভায় এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় এ নেতা।এড.আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় নাটোর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু,দেওয়ান শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবকে সাধারণ সম্পাদক হযরত আলীর মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest