মির্জাগঞ্জে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরন

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

মির্জাগঞ্জে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরন

বিশেষ প্রতিনিধি,মির্জাগঞ্জ অফিসঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ৫০০জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর সিদ্দিকী। বিতরন কার্যক্রমে উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদার,দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মোঃ আজিজ হাওলাদার,মির্জাগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মো. আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরাফাত হোসেন ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.রবিউল ইসলামসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরাফাত হোসেন জানান,উপজেলার ৬টি ইউনিয়নে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ৫০০জন প্রান্তিক কৃষকের মধ্যে ২৫০জনকে ২কেজি করে ৫০০কেজি ভুট্টা বীজ,১৫০জনকে ৫কেজি করে ৬২৫কেজি মুগডাল বীজ,১০০ জনকে রবি শাকসবজির বীজ ও ১৪হাজার ৫০০কেজি সার বিনামূল্যে বিতরন করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest