জলঢাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- এমপি রানা

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০

জলঢাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- এমপি রানা

 হারুন অর রশিদ(রিয়াদ) জলঢাকা(নিলফামারী) প্রতিনিধিঃ জলঢাকা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন নীলফামারী-০৩ আসনের এমপি মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল। শুক্রবার সকাল ১১টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের অধিদপ্তরাধীন বিভিন্ন প্রকল্পের আওতায় টেংগনমারী বাজারের নিরাপদ পানি ও স্যানিটেশনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। একইসাথে টেংগনমারী বাজার জামে মসজিদের ভিতর বাহির পরিদর্শন শেষে খুটামারা মমিনটুলি জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সুজাউদ্দৌলা, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদের ব্যাক্তিগত সহকারী আল মামুন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, টেংগনমারী হাট ইজারাদার ও মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জরুল আলম সিয়াম, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুল কাদের বুলু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সাইদার বুলু, খুটামারা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সামছুল হক, উপজেলা যুব সংহতির আহবায়ক শাহ আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম সোহাগ, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সামিউল সোহাগ উপস্থিত ছিলেন। দুপুরে নেকবক্ত বাজারে ডাউয়াবাড়ী ইউনিয়ন যুব সংহতির অফিস উদ্বোধন শেষে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের পরিদর্শন করেন তিনি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest